পৃথিবীর বৃহত্তম প্রমোদতরী
- ফ্রান্স ছাড়ল পৃথিবীর বৃহত্তম প্রমোদতরী হারমোনি অফ দ্য সি। ফ্রান্সের জাহাজ মেরামতির কারখানায় দীর্ঘ ৩২ মাস কাটিয়ে দক্ষিণ ইংল্যান্ডের সাউদ্যাম্পটনের উদ্দেশে নিজের প্রথম যাত্রা শুরু করল সেটি।
- ১২ হাজার টন ওজনের এই জাহাজটি ২১৭ ফুট চওড়া। যা বিশ্বের মধ্যে সর্বাধিক। ১ হাজার ১৮১ ফুট লম্বা হওয়ায় উচ্চতায় আইফেল টাওয়ারকেও ছাপিয়ে যায় সেটি। মোট ৬ হাজার ৩৬০ যাত্রী ও ২ হাজার ১০০ জন কর্মী বহন ক্ষমতাসম্পন্ন এই জাহাজটিতে ২০টি খাবারের জায়গা, ২৩ টি সুইমিং পুল ছাড়াও ১০ হাজার চারাগাছ ও ৫০টি গাছের একটি বাগান রয়েছে।
- মার্কিন সংস্থা রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ লিমিটেড–এর জন্য তৈরি করা হয়েছে ১৬ তলার এই জাহাজটিকে। যার জন্য খরচ পড়েছে প্রায় ১ বিলিয়ন ইউরো।
- রোববার সেটিকে দেখতে প্রায় ৭০ হাজার মানুষ ভিড় জমায়।
- মঙ্গলবার সাউদ্যাম্পটন হয়ে ২২ মে বার্সেলোনা পৌঁছবে হারমোনি অফ দ্য সি।
No comments:
Post a Comment