Monday, 16 May 2016

"মাত্র ৩০ মিনিটে পাড়ি দেওয়া যাবে ৬০০ কিলোমিটারের বেশি পথ"

 মাত্র ৩০ মিনিটে পাড়ি দেওয়া যাবে ৬০০ কিলোমিটারের বেশি পথ



........>>>>বায়ুশূন্য বিশাল টিউবের ভেতর দিয়ে শব্দের কাছাকাছি গতিতে যাত্রী এবং মালপত্র বহনের স্বপ্ন দেখছেন মার্কিন প্রকৌশলীরা। এ ক্ষেত্রে মাত্র ৩০ মিনিটে পাড়ি দেওয়া যাবে ৬০০ কিলোমিটারের বেশি পথ। ভবিষ্যতের এই পরিবহনব্যবস্থার নাম হাইপারলুপ। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের মরুভূমিতে গত বুধবার প্রথম হাইপারলুপের সফল পরীক্ষা চালানো হয়। এ সময় মাত্র ১ দশমিক ১ সেকেন্ডে এর গতি ঘণ্টায় ১৮৭ কিলোমিটারে পৌঁছায়। হাইপারলুপ ওয়ান নামের লস অ্যাঞ্জেলেসের একটি প্রতিষ্ঠান এই দ্রুতগামী পরিবহনপ্রযুক্তিকে আরও উন্নত রূপ দেওয়ার চেষ্টা করছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রব লয়েড বলেন, এটা বাস্তব এবং অবশ্যই ঘটতে যাচ্ছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রতিষ্ঠাতা এলন মাস্ক ২০১৩ সালে প্রথম হাইপারলুপের ধারণা দেন। এই প্রযুক্তিতে বাতাসে ভাসমান যানগুলো কম ঘর্ষণের উপযোগী এবং বিদ্যুতায়িত চৌম্বক পরিবেশে এগিয়ে চলে। এ ক্ষেত্রে ঘণ্টায় হাজার কিলোমিটারের বেশি গতি তোলার সুযোগ রয়েছে।  হাইপারলুপ ওয়ান আশা করছে, তারা ২০১৯ সালের মধ্যে মালামাল পরিবহন এবং ২০২১ সাল নাগাদ যাত্রী পরিবহন শুরু করতে পারবে। তবে এ জন্য কৌশলগত ও প্রযুক্তিগত বহু বাধা পেরোতে হবে।.........<<<<

No comments:

Mobile

Pages