Sunday 17 July 2016

৪৮ ঘণ্টা শপিং মলে যাবেন না, নিজে সতর্ক হোন আত্মীয়দের সতর্ক করুন। এটা নিয়ে কি বলেছে ডিএমপি?


৪৮ ঘণ্টা শপিং মলে যাবেন না, নিজে সতর্ক হোন আত্মীয়দের সতর্ক করুন। এটা নিয়ে কি বলেছে ডিএমপি?

 

‘৪৮ ঘণ্টা শপিং মলে যাবেন না, নিজে সতর্ক হোন আত্মীয়দের সতর্ক করুন। মেসেজটি আমি আমার এক আর্মি বন্ধুর কাছ থেকে পেয়েছি।’ ভাইবারে এ ধরনের মেসেজ পাওয়ার পর তা মোবাইল বার্তায় সকাল থেকেই ছড়িয়ে পড়তে শুরু করে। এ ধরনের এসএমএস-এর মাধ্যমে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন নগরবাসী। এদিকে, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারাও বিষয়টি জেনেছেন। যাচাই না করে আতঙ্কিত হয়ে এ ধরনের এসএমএস ছড়ানোর কাজে সহায়তা করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা।

জাস্টিস ফর উইমেন বাংলাদেশের ইফ্রিত জাহিন কুঞ্জ লিখেছেন, আচ্ছা, একটা কথা আকাশে-বাতাসে ছড়িয়ে পড়েছে যে, আগামী ৪৮ ঘণ্টা নাকি দেশে বড় জঙ্গি হামলা হতে পারে। আল্লাহ মাফ করুক, ঘটনার সত্যতা কতদূর এটা জানি না। সবাইকে সতর্ক করে দিয়ে বলব, যে যেভাবে আছেন, নিরাপদে থাকুন। মার্কেট-রেস্টুরেন্ট -যানবাহন স্ট্যান্ড এড়িয়ে চলেন। বাসাবাড়ি থেকে আপনারা কেউ বের হবেন না, আপাতত আগামী ৭২ ঘণ্টা। দেশের পুলিশ-বিজিবি সতর্ক অবস্থানে আছে। আশা করি, তারা কোনও রকমের কোনও নাশকতা হতে দেবে না।

নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি লিখেছেন ফেসবুকে, ৪৮ ঘণ্টা শপিং মলে যাবেন না, এয়ারপোর্টে যাবেন না, এই করবেন না, ওই করবেন না, জাতীয় সতর্কতার নোটিশে মোটামুটি অসুস্থ হওয়ার দশা।বুঝতে পারছি, এই দুঃসময়ে সতর্ক থাকা এবং সবাই সবাইকে সাহায্যের চেষ্টা এটা। এবং প্রায় সবাই লিখছেন আর্মির কাছ থেকে পাওয়া তথ্য এগুলো। কিন্ত আমাকে কি একটা কথা বলবেন, এই তথ্য জাতিকে জানাইতে আইএসপিআর ব্যবহার না করে আর্মি কেন এত সাহাবা ব্যবহার করবে?

একের পর এক বার্তা এবং ঘটনার সত্যতার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি)মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের এসএমএস-এর বিষয়ে আমরা জানতে পেরেছি। প্রয়োজনীয় সতর্কতা নেওয়া আছে। যাচাই না করে এ ধরনের এসএমএস ছড়িয়ে না দেওয়ার পরামর্শ দেন তিনি।

No comments:

Mobile

Pages