Sunday, 15 May 2016

একটি অবিশ্বাস্য ঘটনার জন্ম দিলেন এবি ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলি

 একটি অবিশ্বাস্য ঘটনার জন্ম দিলেন এবি ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলি।

আইপিএল থেকে ক্রিকেটবিশ্বকে একটি অবিশ্বাস্য ঘটনার জন্ম দিলেন এবি ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে তারা জোড়া সেঞ্চুরি উপহার দিয়েছেন। আর তাদের জুটির জোড়ার সেঞ্চুরি বিশ্বরেকর্ডের হয়েছে। শনিবার বিকেল বেঙ্গালুর চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচে ব্যাঙ্গালুরুর হয়ে তারা এই কৃতিত্ব স্থাপন করেছন। অবশ্য টি২০ ক্রিকেট এ ধরনের ঘটনা এর আগে ২০১১ সালে মিডলসেক্সের বিরুদ্ধে গ্লুসেস্টারশায়ারের হয়ে টি২০ ক্রিকেট প্রথম জোড়া সেঞ্চুরি করেছিলেন কেভিন ও’ব্রায়ন (১১৯) আর হাশিম আমলা। তবে রানের হিসাবে তাদের ছাড়িয়ে গেছেন ডি ভিলিয়ার্স আর কোহিল। কোহলি ১০৮ রান করে বিদায় নিয়েছেন। আর ডি ভিলিয়ার্স ১২৯ রানে অপরাজিত থাকেন।ভিলিয়ার্স মাত্র ৫২ বলে এই স্কোর গড়েন। তিনি ১০টি চার আর ১২টি ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে কোহলি ৫৫ বলে ৫টি চার আর ৮টি ছক্কা মারেন।

No comments:

Mobile

Pages